ন্যাভিগেশন মেনু

ভারতে চরবৃত্তির জন্যই চিনা চরের ইংরাজি শিক্ষা!


পশ্চিমবঙ্গের মালদহ  থেকে ধৃত চিনা ‘চর’কে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন দেশটির তদন্তকারীরা। যেখানে চিনেই ইংরাজি ভাষা প্রায় ব্রাত্য সেখানেই ইংরাজি নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন ধৃত হান জুনেই। তাও আবার সেনার অধীনস্ত বিশ্ববিদ্যালয় থেকে।

এতেই তাজ্জব পুলিশ। তবে কি ভারতে চরবৃত্তির উদ্দেশ্যেই হানের এই ইংরাজি শিক্ষা? ভাবাচ্ছে তদন্তকারীদের। এছাড়া সাইবার বিশেষজ্ঞ হিসেবে সে অতি দক্ষ। ভারতে অনুপ্রবেশের আগে বাংলাদেশে এক চিনা বন্ধুর আশ্রয়ে ছিল হান।

শনিবার হানকে আদালতে পেশ করে ৬ দিনের হেফাজতে নিয়েছে মালদহের কালিয়াচক থানার পুলিশ।এরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাতেই উঠে আসে একের পর এক তথ্য। তার দক্ষতা সম্পর্কে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে কয়েকগুণ এগিয়ে হান জুয়েই।

চিন সেনার অধীনস্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষায় স্নাতক স্তরে পড়াশোনা করেছে সে। চিনে ইংরাজি অনেকটাই ব্রাত্য। এমমকী সে দেশে বিদেশিরা বেড়াতে গেলেও ইংরাজি ভাষায় কথা বলতে নারাজ তারা।

সেই চিনের সেনা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি নিয়ে পড়াশোনা করেছে হান জুয়েই। এই তথ্যই খানিকটা চমকপ্রদ তদন্তকারীদের কাছে। ঠিক কোন উদ্দেশে তার এই ইংরাজি শিক্ষা, এটাই আসল প্রশ্ন হয়ে উঠছে।

হানের আরেক সঙ্গী সান জিয়াং লখনউ থেকে গ্রেপ্তার হয়েছিল দিন কয়েক আগেই। লখনউ এটিএস তাকে গ্রেপ্তার করে। এবার ‘চরবৃত্তি’ যোগে আরেক চিনা নাগরিকও তদন্তকারীদের স্ক্যানারে। সে বাংলাদেশের নাগরিক। মালদহে অনুপ্রবেশের আগে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে যার আশ্রয় হান দিন কয়েক কাটিয়েছে, তার খোঁজ করছে ।

হানের ল্যাপটপ বাজেয়াপ্ত হলেও তার পাসওয়ার্ড ক্র্যাক করতে এখনও পারেননি সাইবার বিশেষজ্ঞরা। আর তা থেকেই ধারণা, সাইবার বিষয়ে অতি দক্ষ হান হয়ত এইভাবেই ভারতের নাশকতার ছক কষছিল।

এস এস