ন্যাভিগেশন মেনু

ভারতে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত


ভারতে মধ্যরাতে মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকার উত্তর ও পূর্ব প্রান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে উখরুল থেকে ৫৫ কিলোমিটার পূর্বে এ কম্পন অনুভূত হয়। খবর কলকাতাটোয়েন্টিফোর-এর।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে কলকাতাটোয়েন্টিফোর জানিয়েছে, তীব্রতা খুব একটা কম না হলেও মাঝরাতে ভূমিকম্প হওয়ায় ঘুমের মধ্যে অনেকেই কম্পন টের পাননি। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি সপ্তাহেই কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গে। শিল্পশহর দুর্গাপুরে বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। এর পরে বৃহস্পতিবার রাত ১০টা বেজে ১৩ মিনিটে মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে আসামের তেজপুরের কাছাকাছি এলাকায়।

ওয়াই এ/এডিবি