ন্যাভিগেশন মেনু

ভারতে সেলফি তোলাকালে ১১ জনসহ বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু


ভারতের রাজস্থানে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বজ্রপাতে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে জয়পুরের সওয়াই মান সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। 

রবিবার (১১ জুলাই) দেশটির এই তিন রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।     

এনডিটিভি জানায়, অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে। নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে । উদ্ধার কাজ চলমান রয়েছে।

এদিকে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

ওআ/