ন্যাভিগেশন মেনু

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৯ হাজার, মৃত্যু ১১২৪


প্রতিবেশি দেশকেই যেনো আপন করে নিয়েছে করোনাভাইরাস। চিনের উহান থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়ছে। সংক্রমণ বাড়তে থাকায় আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১০ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫৩৪ জনের।’

এ ছাড়া বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ৫৭ হাজার ৫৯ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে ৪৯ লাখ ৩৮ হাজার ৬৮৮ জন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের দিক থেকেও এগিয়ে এ রাজ্য। এরপরই রয়েছে গুজরাট, দিল্লি ও রাজস্থান। চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তারপর রয়েছে তামিলনাড়ু।’

ওয়াই এ/ এডিবি