ন্যাভিগেশন মেনু

ভারত থেকে এলএনজি আমদানি করবে বাংলাদেশ


ভারত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে বাংলাদেশ। সে অনুযায়ী ভারতের বেসরকারি সংস্থা এইচ-এনার্জি এবং পেট্রোবাংলার মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এটি চূড়ান্ত হলে এটাই হবে ভারত থেকে বাংলাদেশে প্রথম এলএনজি আমদানির চুক্তি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিবিসি এক প্রতিবেদনে জানায়, এইচ-এনার্জি সঙ্গে দীর্ঘমেয়াদে পেট্রোবাংলাকে রিগ্যাসিফায়েড এলএনজি সরবরাহের জন্য পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির উর্ধ্বতন এক কর্মকর্তা। গত বুধবার (১৬ জুন) পেট্রোবাংলার সঙ্গে ওই সমঝোতা পত্র সই হয়েছে। 

বিবিসি জানায়, বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিষয়টি স্বীকার করছেন। তিনি বলেছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

তবে, পেট্রোবাংলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসির কাছে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা স্বীকার করেছেন।

এইচ এনার্জির প্রধান নির্বাহী দর্শন হীরানন্দানি বলেন, 'ভারত-বাংলাদেশের মধ্যে জ্বালানিশক্তির ক্ষেত্রে সহযোগিতার এটা একটা মাইলফলক। প্রয়োজনীয় ছাড়পত্র সবই যোগাড় হয়েছে এরপর খুব দ্রুত এই প্রকল্প রূপায়নের দিকে এগিয়ে যাবো আমরা।'

এইচ এনার্জি ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড থেকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গ্যাস পাইপলাইন বসানো এবং তা ব্যবহার করার ছাড়পত্র আগেই পেয়েছে।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কানাইচট্টার এইচ এনার্জির এলএনজি টার্মিনাল থেকে নদীয়ার শ্রীরামপুর পর্যন্ত নিজস্ব পাইপলাইন দিয়েই পেট্রোবাংলাকে গ্যাস সরবরাহ করা হবে।

এই গ্যাস মূলত দেশের পশ্চিমাঞ্চলে ব্যবহারের জন্য সরবরাহ করবে পেট্রোবাংলা।

এডিবি/