ন্যাভিগেশন মেনু

ভারত থেকে এলো আরও ১৮২ মে.টন তরল অক্সিজেন


ভারত থেকে পঞ্চম দফায় দশটি কন্টেইনারে ১৮২ মেট্রিকটন তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। পরে সকাল ৮টা থেকে শুরু হয় খালাশ কার্যক্রম।

এর আগে ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ট্রেনটি বাংলাদেশে পৌঁছায়।

অক্সিজেনগুলো ট্রেনের ট্যাংকার থেকে রোড ট্যাংককারে স্থানান্তর করে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।

এর আগে ১ আগস্ট চতুর্থ দফায় ২০০ মেট্রিকটন ও আগে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৩ ধাপে ৬০০ টন তরল অক্সিজেন বিশেষ ট্রেনের করে আমদানি করা হয়।  শুক্রবার আসা ১৮২ টন নিয়ে ৫ম বারে সর্বমোট ৯৮২ টন তরল অক্সিজেন রেলপথে দেশে আসলো।

এডিবি/