ন্যাভিগেশন মেনু

ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা: আতিক


'সিটি করপোরেশনের সম্পত্তি কেউ দখল করে থাকতে পারবেন না। পার্ক-খেলার মাঠ যারা দখল করে রেখেছেন; তাদের বলছি, আপনারা ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৮৩নম্বর রোডে স্থাপিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র বলেন, ‘বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ১ হাজার ৭০০টি গাছ আছে। এই গাছগুলো অক্ষুন্ন রেখেই পার্কের কাজ করা হয়েছে। পার্কে ইনডোর জিমনাসিয়াম রয়েছে। নির্ধারিত পেমেন্টের মাধ্যমে ইনডোর জিমনাসিয়াম ব্যবহার করা যাবে, যাদের সামর্থ্য নেই তারা আউটডোর জিম ব্যবহার করবেন।’

তিনি বলেন, ‘পার্কের ভেতরে কফি হাউজ আছে। সেই কলকাতার কফি হাউজের গানের মতো করে কেউ যদি বলেন গুলশানের কফি হাউজে আসব, চলে আসবেন। এখানে বারবিকিউ পার্টি করার ব্যবস্থা থাকবে। পার্কের ভেতরে মিউজিক্যাল ঝরনা আছে। কারও মন ভালো না লাগলে চলে আসবেন, ফাউনটেইন চলবে মন ভালো হয়ে যাবে।’

এসময় ডিএনসিসির ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

এমআইআর/এডিবি