ন্যাভিগেশন মেনু

ভিয়েতনামে ভূমিধসে নিহত ১৩, নিখোজ ৪০


ভিয়েতনামে মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াংয়ে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে মাটিচাপা পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও ৪০ জন নিখোঁজ রয়েছে।

ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ক্রিনহ দিনহ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিনহ দিনহ এক বিবৃতিতে বলেছেন, ‘নিখোজ ব্যক্তিদের খুঁজতে ভারী মেশিন ও শত শত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি হচ্ছে টাইফুন মোলাভে।‘

তিনি বলেন, ‘রাস্তাঘাট মাটিতে ঢেকে গেছে এবং ওই এলাকায় এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কিন্তু দ্রুত উদ্ধার অভিযান চালাতে হবে।’

প্রসঙ্গত, চলতি মাসে ভিয়েতনামে টাইফুন মোলাভেসহ চারটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৬ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমআইআর/ওআ