ন্যাভিগেশন মেনু

ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত


স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে বছরব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ভিয়েনার Seebarn Cricket Ground-এ ০২ ও ১০ আগস্ট তারিখে "বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০" অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া-এর সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। 

মঙ্গলবার (১০ আগস্ট) টুর্নামেন্টটির ফাইনাল খেলায় বৃহত্তর নোয়াখালী কিংস ৩৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

এছাড়াও ফাইনাল খেলা দেখতে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রদূত ফাইনাল খেলা শেষে বিজয়ী দলসহ অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি "বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট" আয়োজনে দূতাবাসকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া, অংশগ্রহণকারী দলগুলো ও  অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ  জানান।    

এমআইআর/এডিবি