ন্যাভিগেশন মেনু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৫ অভিবাসীর মৃত্যু


অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবে ১৫ শরণার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মাসহেলি জানান, গত রবিবার রাতে জাওয়া শহরের পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা অভিবাসীবাহী নৌকাটি ২৯ কিলোমিটার দূরে গিয়ে ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে সাগর থেকে ৫ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের সাবরাথা শহরে ফিরিয়ে নেওয়া হয়।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান ট্যুইট বার্তায় লিখেছেন - মাছ শিকারীদের সহযোগীতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ি বুধবার লিবিয়ার সাবরাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরও বলেন, মঙ্গলবার কোস্ট গার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছেন।

আইওএম-এর তথ্য মতে, জীবনের ঝুঁকি নিয়ে ২০২০ সালে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবে ২৮০ অভিবাসী নিখোঁজ হন।

ওয়াই এ/এডিবি