ন্যাভিগেশন মেনু

ভোট বন্ধে সুপ্রিমকোর্টে দারস্থ হতে যাচ্ছেন ট্রাম্প


সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের ভোট কারচুপি অভিযোগ এনে তিনি এ ‍সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসে এক ভাষণে তিনি নির্বাচনের জালিয়াতির কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, এটা আমেরিকান জনগণের সাথে প্রতারণা, এটা আমাদের দেশের জন্য বিব্রতকর। আমরা এ নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যিকথা বলতে আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি। খবর ফক্স নিউজ’র।

আরও পড়ুন: ইলেকটোরাল ভোট: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণ নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হলো।

সিবি/ওআ