ন্যাভিগেশন মেনু

মর্ডানার ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে


করোনাভাইরাস মহামারি রোধে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকা বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি।

বিমানবন্দরে ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে উপহারের ওই টিকা তুলে দেন।

এর আগে, গেল ২ জুলাই রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ১৩ লাখ ডোজ মডার্নার টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। পরদিন ৩ জুলাই সকালে ঢাকায় পৌঁছায় মডার্নার আরও ১২ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন।

এডিবি/