ন্যাভিগেশন মেনু

মসজিদে বিস্ফোরণ: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো


নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত মসজিদে গ্যাস লাইন থেকে সৃষ্ট বিস্ফোরণে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দ্বিতীয় দফায় পাঁচদিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের প্রয়োজনে সময় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, সারাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশায় রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সাতদিনের সময়ের আবেদন করেন। পরিপ্রেক্ষিতে পাঁচদিন সময় বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন,  যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই সব বিবেচনায় একটি বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে বলেই সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশানের পাশাপাশি সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, তিতাস ও ডিপিডিসি থেকে পৃথক ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেনি।

গত ৪ সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিল করতে পাঁচ দিনের সময় দেওয়া হলেও নির্ধারিত তদন্ত কমিটি গত ১০ সেপ্টেম্বর আরও সাতদিনের সময় চেয়ে আবেদন করলে পাঁচদিন সময় বাড়ানো হয়। এ নিয়ে দ্বিতীয় দফায় আরও পাঁচদিন সময় বাড়ানো হলো।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হন। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এখনো ৫ জন আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওয়াই এ/এডিবি