ন্যাভিগেশন মেনু

ইসরাইলের সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক স্থাপন


মরক্কোর পর এবার ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো ভুটান। 

শনিবার (১২ ডিসেম্বর) দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ওই দুই দেশের রাষ্ট্রদূত পরস্পরের মধ্যে এই সংক্রান্ত কাগজপত্র স্বাক্ষর করেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বহু বছর ধরে গোপনে আলোচনা চালানোর পরই এই সমঝোতা সম্ভব হয়েছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্যুইটারে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার বিভিন্ন দেশ সম্প্রতি আমেরিকার প্রচ্ছন্ন মদতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা শুরু করেছে।

গত আগস্ট মাস থেকে চারটি দেশ ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছে, যে তালিকায় সর্বশেষ সংযোজন ছিল মরক্কো। আর এখন যুক্ত হলো ভুটান। সূত্র : বিবিসি।

এডিবি/