ন্যাভিগেশন মেনু

মহামারী প্রতিরোধব্যবস্থা শিথিলের পর চীনের বৈদেশিক যোগাযোগ বেড়েছে


গত ৮ জানুয়ারি চীনে মহামারী প্রতিরোধকব্যবস্থা শিথিলের পর থেকে ৭ মার্চ পর্যন্ত দুই মাসে, চীনের বৈদেশিক যোগাযোগ ব্যাপকভাবে বেড়েছে। উক্ত সময়কালে মোট ৩৯.৭২২ মিলিয়ন মানুষ চীন থেকে বাইরে গেছেন ও বাইরে থেকে চীনে ঢুকেছেন এবং ২.৪৮৭ মিলিয়ন যানবাহন চীন থেকে বাইরে গেছে ও বাইরে থেকে চীনে প্রবেশ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১২.৪ শতাংশ ও ৫৯.৩ শতাংশ বেশি। চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরো এ তথ্য জানায়।

ব্যুরো জানায়, উক্ত সময়কালে মোট ৩.৩৬২ মিলিয়ন সাধারণ পাসপোর্ট ইস্যু করা হয়েছে; হংকং, ম্যাকাও ও তাইওয়ানে ভ্রমণের ১২.৬৭২ মিলিয়ন নথি অনুমোদন দেওয়া হয়েছে; এবং ১.২২ লাখ বিদেশিকে ভিসা ও বসবাসের অনুমতিপত্র ইস্যু করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১২২০.৯ শতাংশ, ৮৩৭.৭ শতাংশ এবং ৩৩.১ শতাংশ বেশি।

জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র লিন ইয়ং শেং আরও জানান, চীনে কোভিড-১৯ প্রতিরোধকব্যবস্থায় পরিবর্তন আনার পর, আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে, চীনের মূল ভূভাগের সাথে হংকং ও ম্যাকাও-এর গণ-যাতায়াতও দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। - সূত্র: সিএমজি