ন্যাভিগেশন মেনু

মাত্র ৪৫ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে সেরেনা


অকল্যান্ড ক্লাসিকে দারুণ ফর্মে আছেন সেরেনা উইলিয়ামস। নিউজিল্যান্ডে এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে মাত্র ৪৩ মিনিটে প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

শীর্ষ বাছাই ৩৮ বছর বয়সী সেরেনা আজ শনিবার ( সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান স্বদেশী টিনএজ খেলোয়াড় আমান্দা আনিসিমোভাকে। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় আরেক স্বদেশী জেসিকা পেগুলার মুখোমুখি হবেন।

সেমি-ফাইনালের অপর লড়াইয়ে পেগুলো ৩-৬, ৬-৪ ও ৬-০ গেমে হারান ডেনিশ তারকা কারোলিন উজনিয়াকিকে।

মাতৃত্বের বিরতি কাটিয়ে পুরনো ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সেরেনা। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন তিনি। টুর্নামেন্টটিতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জেতা হবে তার।

ওআ / এস এস