ন্যাভিগেশন মেনু

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২২৬০


বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৬ লাখ ৪৩ হাজার ৪৭২ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (৯ ডিসেম্বর) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছয় কোটি ৯২ লাখ ১৪ হাজার ৮৫ জন। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৫ লাখ ৭৪ হাজার ৮২১ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার ইউরোপ।

বিশ্বে করোনায় সবচেয়ে সংক্রমিত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ২৪৩ জন। মোট মারা গেছেন ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জন।

সংক্রমিত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৩৫ জন।

আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬৭ লাখ ৩০ হাজার ১১৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৩২ জন।

তাছাড়া, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, রাশিয়া, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানি ও মেক্সিকোতে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।

ওয়াই এ/এডিবি