ন্যাভিগেশন মেনু

মাধ্যমিক স্কুলের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে ঘোষণা বুধবার


মাধ্যমিক স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতির বিষয়ে ঘোষণা দেবেন তিনি।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘মাধ্যমিকে আগের বার্ষিক পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হতে পারে। আগের বছরের সঙ্গে সমন্বয় রেখে চলতি বছরে একই শাখা ও রোল নম্বর রাখা হতে পারে।’

গত ১৭ মার্চ করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ‘করোনাকালীন পরিস্থিতির জন্য এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই প্রাথমিকে সরাসরি অটো প্রমোশন দেয়া হতে পারে।’

এর আগে ৭ অক্টোবর বাংলাদেশে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াই এ/এডিবি