ন্যাভিগেশন মেনু

মানববন্ধন করে কাঁকড়া-কুচিয়া রপ্তানির দাবি


কাঁকড়া ও কুচিয়া মাছ রপ্তানির জন্য জোর দাবি জানিয়েছেন এরসঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করোনার কারণে বাংলাদেশ থেকে চিনে কাঁকড়া ও কুচিয়া রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক লাখ ব্যবসায়ী চরম বিপাকে পড়েছেন।

রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবহণ কাজে নিয়োজিত  শ্রমিক ও রপ্তানিকারক ও তাঁদের প্রায় কোটি পরিবার সদস্য মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে চিনে কাঁকড়া ও কুচিয়া মাছ রপ্তানি চালু করার দাবি জানিয়ে মানববন্ধন করেন মৎস্য উৎপাদন ও ব্যবসায়ীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধনে বক্তব্য রাখেন- শওকেত আলী (মামা), ভজন কুমার সাহা, সিহাব উদ্দিন সিহাব, শাহ সুজা মিল্লাত, গোপাল বিশ্বাস ও মো: রুমেল সরকার প্রমুখ।

গত ২৬ জুন থেকে বন্ধ করে দেয়া হয় কাঁকড়া ও কুচিয়া মাছ রপ্তানি।

গত অর্থবছরে এ পণ্য থেকে সরকার দেড় হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন।

এ পণ্যটির রপ্তানি শতভাগ ৯০ ভাগ চায়না নির্ভর। তাই চিনে এই রপ্তানি বন্ধ থাকায় এই ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীদের ব্যাংক ও এনজিও ঋণ থাকায় অর্থনৈতিকভাবে  বিপর্যস্ত হয়ে পড়েছেন।

চিনে কাঁকড়া ও কুচিয়া মাছ ফের রপ্তানি চালু করার দাবি জানিয়ে মানববন্ধন করে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

ওয়াই এ / এস এস