ন্যাভিগেশন মেনু

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চীন


মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চীনে স্বাগত জানানো হবে। তাঁর সফর সম্ভব করতে দু’দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন সর্বদা প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার তিনটি নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্ককে দেখে আসছে। আশা করা যায় যে, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, সংঘাতের পরিবর্তে- সংলাপের ওপর জোর দেবে, জিরোসাম গেইমের পরিবর্তে জয়-জয় সহযোগিতার ওপর অধিকার দেবে। 

 উল্লেখ্য, মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ ফেব্রুয়ারি চীন সফরে আসবেন। - সূত্র: সিএমজি