ন্যাভিগেশন মেনু

মিক্সড পানীয়, কাটবে ক্লান্তি ও বাড়বে এনার্জি!


শরীরের ওজন বাড়ার অন্যতম কারণ ক্লান্তি, অবসাদ, স্ট্রেস। এর থেকেই শরীরে বাসা বাঁধে গুরুতর সমস্যা। ক্লান্তির সেই রেশ থাকে দিনভর। ফলে সারাদিনের কাজেও মনসংযোগে ঘাটতি হয়। মানসি পান্ডেচিয়া তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন, যাতে তিনি একটি গ্রিন জুস সম্পর্কে বলেছেন।

বর্তমান জীবনযাত্রায় আমাদের অনেকেরই অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ, টেনশনের ফলে ক্লান্তি যেন পিছু ছাড়তেই চায় না।অফিসের কাজের পর রাত করে ঘুমের জের টের পাওয়া যায় সকালবেলা।

বিছানা ছাড়তে এমনকী, চোখ খুলতেই কষ্ট হয়। ক্লান্তির সেই রেশ থাকে দিনভর। ফলে সারাদিনের কাজেও মনসংযোগে ঘাটতি হয়।

এই রান-অফ-দ্য-মিলের জীবনে গতি ধরে রাখতে, আপনাকে অবশ্যই এমন পদ্ধতিগুলি চেষ্টা করতে হবে যা আপনাকে দিনের বেলা শক্তিতে পূর্ণ রাখতে পারে। 

শরীরের ওজন বাড়ার অন্যতম কারণ ক্লান্তি, অবসাদ, স্ট্রেস। এর থেকেই শরীরে বাসা বাঁধে গুরুতর সমস্যা। তাই ঠিকঠাক খাওয়াদাওয়া ও শরীরচর্চা করে ওজন কমিয়ে ফেলুন। ওজন কমালে আপনা থেকেই শরীরের এনার্জি লেভেল বাড়বে। তবে ক্রাশ ডায়েটে একেবারেই যাবেন না। এতে হিতে বিপরীত ফল হবে।

এস এস