ন্যাভিগেশন মেনু

মুখ থুবড়ে পড়েছে হুয়াওয়ের পি৩০ প্রো


ট্রাম্প প্রশাসনের হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে বন্ধ ঘোষণার পর মাত্র কয়েক মাসের মধ্যেই জনপ্রিয়তা হারালো হুয়াওয়ের পি৩০ প্রো ।

দারুণ নকশা ও দীর্ঘমেয়াদী ব্যাটারি আর লেইকা কোয়াড ক্যামেরার শক্তির  জন্য ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি সকলের নজরে এসেছিল হুয়াওয়ের পি৩০ প্রো।

ফোর্বস ম্যাগাজিন জানায়-  চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের এই ফোনের দাম প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। এখন এক হাজার ১৫০ ডলারের এই ফোন ১৩০ ডলারেই পাওয়া যাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম হুয়াওয়ের সঙ্গে সকল চুক্তি, সেবা এবং সকল ধরণের  কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছেন।  

এস এ / এসএ