ন্যাভিগেশন মেনু

‘শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে’


এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে, বলেছেন কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় আয়োজিত বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নব উদ্যমে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা পুলিশ। জনগণকে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অপরাধীদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। কোন প্রকার অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ সভার বিশেষ অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান বলেন, সচেতন নাগরিকের দায়িত্ব পুলিশকে সহযোগিতা করা। আর বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।

কক্সবাজার সদর মডেল থানা আয়োজিত আলোচনা সভায়, বক্তব্য রাখেন, কক্সবাজার সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস, স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।

পরে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান অতিথিদের নিয়ে বিট পুলিশ কার্যালয়  ফিতা কেটে উদ্বোধন করেন।

এসএএম/ওয়াই এ/এডিবি