ন্যাভিগেশন মেনু

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু


রাজধানীর মাতুয়াইলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা খেয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- আনিসুর রহমান বাবুল (৫৫) ও তার ছেলে সালমান রাহিম (২২)। তাদের বাসা মাতুয়াইল মধ্যপাড়া।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে রহিমের, আর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাণ হারান বাবা বাবুল ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় সামনের মোটরসাইকেলে ছোট ভাই আর চাচা, আর পেছনের মোটরসাইকেলে বাবাকে নিয়ে চালানো শিখছিলেন রহিম। ছোট চাচার সঙ্গে পাল্লা দিতে গিয়ে রাস্তার বাঁকে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে রহিমের মোটরসাইকেল।

রহিমের ছোটভাই বলেন, 'আমি টের পাই যে কোন একটা ভারী জিনিস পড়ছে  সাথে আমার বাবার চিৎকারের আওয়াজ ও পাই। কিন্তু বাইকের সাউন্ডে আমি সেটা ঠিকমত বুঝতে পারিনি। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়েও শেষ রক্ষা হয়নি বাবার।'

রাজধানীর গ্রিন রোডে 'বাংলা সেনিটারী' নামে দোকান ছিল বাবুলের। রাহিম বোরহান উদ্দিন কলেজের স্নাতক শিক্ষার্থী ছিলেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, রাহিমের মৃতদেহ বাসায় এবং তার বাবার মৃতদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

এডিবি/