ন্যাভিগেশন মেনু

থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়: আইজিপি


থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়, থানা কখনও হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনও জায়গা হবে না।

পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে সর্বাধুনিক অপারেশনাল গিয়ারের প্রবর্তন করা হয়েছে জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, মুজিববর্ষে দেশের মানুষকে আধুনিক পুলিশের প্রতিচ্ছবি দেখাতে সর্বাধুনিক এই অপারেশন গিয়ার প্রবর্তন করা হয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার এবং হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন গেজেট দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।

তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনকালে যেসব সরঞ্জামের প্রয়োজন হয়, তার সবই এই অপারেশনাল গিয়ারে জুড়ে দেওয়া হয়েছে। ট্যাকটিক্যাল বেল্টের সঙ্গে থাই হোলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া, বেল্টের সঙ্গে এক্সপ্যান্ডেবল ব্যাটন, টর্চ লাইট, হ্যান্ডকাফ ও ওয়াটার বটল রাখার সুযোগ রাখা হয়েছে। জরুরি মুহূর্তে দ্রুত মেসেজ আদান-প্রদান নিশ্চিত করতে ওয়্যারলেস সেটের সঙ্গে একটি মাইক্রোফোন ও ওয়্যারলেস সেট যুক্ত করা হয়েছে। পুলিশ সদস্যদের আর কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না বলে জানান তিনি।

এস এ /এডিবি