ন্যাভিগেশন মেনু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় ১৫ শ্রমিক আহত


পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দেয়ালের রড হেল পড়ে ১৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, লিটন হোসেন (৪০), জাহিদুল (৩৮), জিল্লুর রহমান (৩৮), আসাদুজ্জামান পলাশ (৩১), আব্দুর রহমান (২৪), কিরণ প্রামাণিক (৩৯), আবু সাঈদ (৪৫), মেহেদী হাসান (২০) ও জুয়েল বিশ্বাস (৩২)। এছাড়া আরও ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। তারা সবাই রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নিকিমথ’ কোম্পানির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে ইউএফসি-৬ এলাকায় ইউকেএস ভবনের লোহার রড দিয়ে দেয়ালের ফ্রেম নির্মাণের কাজ করছিল নিকিমথ কোম্পানির শ্রমিকরা। হঠাৎ লোহার ওই ফ্রেম শ্রমিকদের ওপর হেলে পড়ে। এতে নিকিমথ কোম্পানির ১৫ শ্রমিক আহত হয়। খবর পেয়ে প্রকল্পের অভ্যন্তরে থাকা উদ্ধারকারী দল ও কোম্পানির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহত শ্রমকিদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদরে মধ্যে মামুনের (৩০) অবস্থা গুরুতর। তার শরীরের কয়েক স্থানে আঘাত লাগায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হয়েছে।

সিবি/এডিবি