ন্যাভিগেশন মেনু

কেউ নদীর জায়গা দখল করে পার পাবে না: নৌ প্রতিমন্ত্রী


উন্নয়নের কথা বলে কেউ নদীর জায়গা দখল করে পার পাবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটিএ’র ভাসমান ডক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লড়াইয়ের মধ্যে আছেন। নদীর জমিতে বা অবৈধ দখল নিয়ে কোন উন্নয়ন কর্মকাণ্ডকে সরকার কখনো প্রশ্রয় দেয় না। নদীর জায়গা দখল করে বা অবৈধ জায়গায় আমরা কোন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাইনা ‘

এসময় ঢাকার এক সংসদ সদস্যের ৫৪ একর জায়গা দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘গত মার্চ মাসে আমরা নদীর জায়গার সীমানা চিহ্নিত করেছি। সরকার যখন চিহ্নিত করে দেয়, তখন কিন্তু সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। বিদ্যুৎ বিভাগ বা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। নদীর যে জায়গা আছে, আমরা সেটা নদীকে দিয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের ৮ একরের বাইরের জায়গাটা ৪৬ একর রাজউকের। রাজউক বলছে এ জায়গাটা জলাশয় ছিল, জলাশয়ের মধ্যে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। বিরোধটা আসলে আমাদের সঙ্গে না, রাজউকের সঙ্গে। আমাদের সঙ্গে যেটা বিরোধ ছিল, আমরা মার্চ মাসে সীমানা দিয়ে দিয়েছি ‘

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এমআইআর/ওআ