ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে ৬৫ ঊর্ধ্বদের জন্য ফাইজারের কোভিড বুস্টার ডোজ সুপারিশ


যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকদের জন্য ফাইজারের কোভিড বুস্টার ডোজ সুপারিশ করেছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের, বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেওয়ার অনুমোদন দেওয়া হয় বলে ইউএস এফডিএ-এর একজন প্যানেল অ্যাডভাইজার গণমাধ্যমকে এ তথ্য জানান।

মূলতঃ এফডিএ এবং ফাইজার ১৬ বছর এবং তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু এই অ্যাডভাইজার তাদের প্রস্তাব প্রত্যাখান করেছেন।

তিনি জানিয়েছেন, ব্যাপক হারে বুস্টার ডোজ দিতে গেলে ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে তরুণদের বুস্টার ডোজ দিলে ঝুঁকি বাড়বে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথ্য প্রকাশ করে যে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণকারীদের চার মাসের মধ্যে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে সুরক্ষার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

নতুন গবেষণায় দেখা গেছে, টিকা গ্রহীতাদের দ্বিতীয় ডোজ পাওয়ার দুই সপ্তাহ পর (যা সাধারণত সম্পূর্ণরূপে টিকা হিসাবে বিবেচিত হয়) হাসপাতালে ভর্তি প্রতিরোধে ফাইজার ভ্যাকসিন ৯১ শতাংশ কার্যকর ছিল। যা ১২০ দিন পর এর কার্যকারিতা ৭৭ শতাংশে নেমে এসেছে। 

মডার্নার ভ্যাকসিন একই সময়সীমার মধ্যে সুরক্ষায় কোনও ঘাটতি দেখায়নি। এই টিকা গ্রহীতাদের চার মাস পরে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর। যা তার আগে ৯৩ শতাংশ কার্যকার ছিল।

এডিবি/