ন্যাভিগেশন মেনু

যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ৪ জনের খালাস চেয়ে আপিল


ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত চার আসামী খালাস চেয়ে আপিল করেছে।

শনিবার (১৩ মার্চ) আসামীদের অন্যতম আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান আপিল দায়েরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের খালাসের জন্য ৩০টি যুক্তিসংবলিত ৬৮০ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) জয়নুল আবেদীন তুহিন এই আপিল দায়ের করেন।

আসামীরা হলেন - ট্রাইব্যুনালে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত মো. শামসুজ্জামান ওরফে আবুল কালাম, ২০ বছরের দণ্ডপ্রাপ্ত মো. খলিলুর রহমান, মো. আবদুল্লাহ ও মো. আক্কেল আলী আজাদী ওরফে রইছ উদ্দিন।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ৯ আসামির মধ্যে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের ২০ বছর করে কারাদণ্ড ও আবদুল লতিফ নামে একজনকে খালাস দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতিরা হলেন - বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

এস এ /এডিবি