ন্যাভিগেশন মেনু

যে পেশার শ্লোগানই মূল পুজি


বদরুল আলম:

‘আসেন ভাই, খাইয়্যা যান, বাড়ির লাইগ্যা লইয়্যা যান, মজার মজার হাওয়াই মিঠাই, ফুরাই যাইবো, লইয়্যা যান’। এমন সব অদ্ভুত  শ্লোগান ধরে ফেরি করে বেড়ান ৪০ বছরের এনাম মিয়া।

উন্নত খাদ্যাভ্যাসের এ যুগে গ্রামগঞ্জে হরেকরকম খাবার নিয়ে ঘুরে ফেরা ফেরিওয়ালাদের তেমন একটা দেখা না গেলেও সেই পেশা ছাড়েননি এনাম। এনামের মোটা কণ্ঠের শ্লোগান শোনে প্রতিদিন তার ভ্রাম্যমাণ দোকানে ভিড় করে শিশু-কিশোররা। দিন শেষে বাণিজ্যও ভালো।

এনাম মিয়া লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামগুলোতে ভ্যানগাড়িতে করে ঘুরে ‘হাওয়াই মিঠাই’ বিক্রি করেন তিনি।’ শুধু টাকা নয়; কেনা-বেচা করেন পুরাতন লোহা-লক্কর অর্থাৎ ভাঙ্গারি দিয়েও।

এনাম বলেন, চিনি ও পানিসহ আরও কয়েকধরনের কাঁচামালের ব্যবহারে তৈরী প্রতিটি বড় হাওয়াই মিঠাইয়ের দাম নেন পাঁচ টাকা। ছোট হলে দাম আরও কম। এভাবে সারাদিন বিক্রি করতে পারলে দিনশেষে হাজার টাকা লাভ নিয়ে ঘরে ফিরতে পারেন। যা দিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে এনামের সংসার চলে।

দীর্ঘদিন ধরেই এ পেশায় জীবিকা নির্বাহ করেন তিনি। আগে কাঁচামালের রঙ ব্যবহার করতেন। কিন্তু কিছুদিন আগে একজন শিক্ষক জানান রঙ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর থেকে তিনি আর হাওয়াই মিঠাইয়ে রঙ ব্যবহার করেন না বলে জানিয়েছেন এনাম।

স্থানীয়রা বলেন, এনামের কণ্ঠে শ্লোগান শোনে শিশু-কিশোররা তার ভ্যানগাড়ির সামনে ভীড় করে। তার এ দোকান উপজেলাজুড়ে জনপ্রিয়। দিনভর গ্রামে বিক্রির পর বিকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করেন একেক দিন একেক বাজারে।

বিএ/এসএ/এডিবি/