ন্যাভিগেশন মেনু

রমজানে বেড়েছে ফলের দাম


করোনাভাইরাসের প্রভাবে এমনিতেই বাজারে সব জিনিসপত্রের দাম বেশি। তার ওপর পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বেড়েছে সবধরনের ফলের দাম। 

বিক্রেতারা বলছেন, সরবরাহ বা আমদানি কম থাকায় ফলের দাম বেড়েছে। 

রাজধানীর বিভিন্ন ফলের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। আঙ্গুরের কেজি ২৬০ টাকা, যা কয়েকদিন আগেও ছিল ২০০ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ১২০ টাকা কেজির ফুজি আপেল হয়েছে ১৮০ টাকা। এছাড়া ১৫০ টাকা কেজির গোল্ডেন আপেল ১৯৮ টাকা, আড়াইশ টাকার ভারতীয় কমলা ৩৪৬ টাকা, ৫০ টাকা পেয়ারা ৮০ টাকা, ১৪০ টাকার মাল্টা ১৮০ টাকা, ১৫০ টাকার নাশপতি ২০০ টাকা, ৩০০ টাকার ডালিম ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

পাশাপাশি সবধরনের খেজুরের দাম কেজিতে ১০০ থেকে ২০০ টাকা করে বেড়েছে। মরিয়ম প্রিমিয়াম খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৪০-৫০ টাকা কেজি। আর খোলা মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে প্রতিকেজি ৯৭০ টাকা।

ওআ