ন্যাভিগেশন মেনু

রাজধানীতে অবৈধ ভিওআইপি স্থাপনায় বিটিআরসির অভিযান, গ্রেপ্তার ১


রাজধানীর লালমাটিয়ায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকার সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লালমাটিয়ার জাকির হোসেন রোডে বিটিআরসি'র প্রযুক্তিভিত্তিক সোর্সের সহায়তায় এবং র‍্যাব-২ এই অভিযান পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বিটিআরসির এনফোর্সমেন্ট টিমের কারিগরি দক্ষতা ও এনটিএমসির প্রযুক্তিগত সহায়তায় পরিচালনাধীন অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযানে একটি আবাসিক ভবন থেকে ৫১২ পোর্টের তিনটি ২৫৬ পোর্টের দুইটি সিমবক্স, সাতটি ল্যাপটপ, পাঁচটি মডেম, একটি সুইচ ও ৯০০টি টেলিটক সিম জব্দ করা হয়।

জানা যায়, একজন সৌদি প্রবাসীসহ চার জনের একটি সিন্ডিকেট প্রায় দেড় বছর ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে প্রতিদিন সর্বোচ্চ দুই লাখ ৩০ হাজার মিনিট হারে কল হতো, যার ফলে সরকার এ সময়ে প্রায় সাত কোটি টাকার রাজস্ব হারায়।

বিটিআরসি জানায়, এ ধরণের অভিযান চলমান থাকবে এবং অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এডিবি/