ন্যাভিগেশন মেনু

রাজধানী সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস


পৌষের শুরুতেই শীত অনুভূত। পৌষ মাস যেন সঙ্গে করে নিয়ে এসেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর সাথে কুয়াশা ও ঠান্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা।

বিগত কয়েকদিন ধরেই কুয়াশার চাঁদরে মোড়ানো রয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল।

একই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ রেকর্ড করা হয়েছে । যা বর্তমানে বিরাজ করছে যশোরে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, রবিবার (২২ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় তুলনামূলক ঠাণ্ডা কমবে। তবে শীতের এই ধারাবাহিকতা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। অর্থাৎ ওই সময় পর্যন্ত শীত পড়বে এবার।

শৈত্যপ্রবাহের ব্যাপরে তিনি বলেন, আসলে এখন শৈত্যপ্রবাহ নেই। কারণ তাপমাত্রা ১০ ডিগ্রি কিংবা এর নিচে হলে শৈত্যপ্রবাহ বলা হয়।

এদিকে সকাল থেকেই শীত উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে রাজধানীর কর্মব্যস্ত মানুষকে।

এছাড়া তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছে কোনোমতে স্টেশনে কিংবা পথের ধারে যাদের রাত কাটে, সেইসব ছিন্নমূল মানুষ। পাতলা চাদর কিংবা কম্বল দিয়েই রাত কাটাতে হচ্ছে তাদের। আবার একটি চাদর দিয়েই কয়েকজন মিলে শীত নিবারণের চেষ্টা তাদের।

সিবি/এস এস