ন্যাভিগেশন মেনু

সিএফসিভুক্ত দেশসমূহের সঙ্গে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত বাণিজ্যমন্ত্রীর


কমন ফান্ডস ফর কমোডিটিস (সিএফসি)-এর গভর্নিং কাউন্সিলের ৩২তম বার্ষিক সাধারণ সভা ০৮ ও ০৯ ডিসেম্বর নেদারল্যান্ডস-এর দ্য হেগ শহরে অনুষ্ঠিত হয়েছে।

ড. মোঃ জাফর উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয় এবং সিএফসি গভর্নর ফর বাংলাদেশ এ সভায় বাংলাদেশের ন্যাশনাল স্টেটমেন্ট উপস্থাপন করেন। পণ্য বাজার উন্নয়নে ১৯৮৯ সালে গঠিত কমন ফান্ডস ফর কমোডিটিস (সিএফসি)-এর বর্তমান সদস্য দেশ ১০১টি।

দুই দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নেদারল্যান্ডস-এ নিয়োজিত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মিঃ মারিও ওয়্যারজাবাল। সিএফসি-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ বেলাল সভায় উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন।

বাণিজ্য সচিব তার বক্তব্যে কোভিড-১৯ মোকাবেলায় উন্নয়নশীল দেশসমূহের পণ্য উৎপাদন ও বাণিজ্যিকীকরণে সিএফসিভুক্ত দেশসমূহের সাথে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোভিডকালে সিএফসিভুক্ত দেশসমূহের জন্য ঔষধ এবং জীবন রক্ষাকারী পণ্যের উৎপাদন এবং সরবরাহ সচল রাখার বিষয়ে তিনি আলোকপাত করেন।

তিনি বলেন, ডিজিটাল বৈষম্যের কারণে এলডিসি ও এলডিসি হতে উত্তরণের জন্য প্রস্তুত দেশসমূহ তাদের উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য বাজারমূল্য হারাচ্ছে। একইসাথে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা সন্তোষজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পেন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।

টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ অর্জন এবং গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। তিনি কোভিড মোকবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে সিএফসিভুক্ত দেশসমূহের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ড. জাফর স্বল্পোন্নত দেশসমূহ কর্তৃক উৎপাদিত পণ্য আমদানি ও রপ্তানি সচল রাখার লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যে রেটিফাই করেছে মর্মে সভাকে অবহিত করেন।

তিনি বলেন, পণ্য নির্ভর অর্থনৈতিক উন্নয়নে বিশেষত: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ সরকার সবসময়ই প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিয়ে থাকে। তিনি সিএফসির সভায় বাংলাদেশের পক্ষে কয়েকটি সুপারিশ ব্যক্ত করেন। তিনি সিএফসির উদ্যোগে গ্রীন ওয়ার্থ ফ্রেমওয়ার্ক অব এগ্রিকালচার ব্যবস্থা গ্রহণ, ডিজিটাল বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কোভিড-১৯ এর ফলে পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট জটিলতা নিরসনে স্বল্পোন্নত দেশসমূহকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদানের অনুরোধ জানান।

এ বিষয়ে সিএফসির নিজস্ব তহবিল ছাড়াও আন্তর্জাতিক সহায়তা প্রদানকারী উন্নয়ন সহযোগিদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে মর্মে তিনি উল্লেখ করেন।

এস এস