ন্যাভিগেশন মেনু

রামেক হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ


করোনাভাইরাস সংক্রমণ রোধে ল্যাব ‘লকডাউন’ ঘোষণা করায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্যাথলজি ল্যাবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই ল্যাবে সবরকম পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (২৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) ল্যাবের এক সহকারীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আগের দিন সোমবার (২২ জুন) আরেকজনের করোনা সনাক্ত হয়। এজন্য ল্যাবটি মঙ্গলবার রাতেই লকডাউন করা হয়েছে। তাই পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ থাকবে।

তবে রাজশাহী  মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে স্থাপন করা পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব চালু রয়েছে। সেখানে করোনারোগী শনাক্তের জন্য নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক।

এর আগে সোমবার রামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ৩১ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়। সেখানে দায়িত্বরত দুই চিকিৎসক ও চার নার্স করোনা পজিটিভ সনাক্ত হয়। তাই ওই ওয়ার্ডটিও লকডাউন করা হয়েছে।

সিবি/এডিবি