ন্যাভিগেশন মেনু

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান আর নেই


রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ও  তথ্য প্রযুক্তি খাতের সুপরিচিত প্রতিষ্ঠান ‘দোহাটেক নিউ মিডিয়া’র চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বেক্সিমকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

সফটওয়্যার ফার্মের পাশাপাশি তিনি বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির প্রযুক্তিতে বাংলাদেশি নারীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টও ছিলেন। এছাড়াও নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে লুনা শামসুদ্দোহা ভূষিত হন অনন্যা টপ টেন অ্যাওয়ার্ডে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মৃত্যুর খবর নিশ্চিত করে মরহুমার পরিবার জানিয়েছেন সকালে ঢাকায় পৌঁছাতে পারে তাঁর মরদেহ।

ওয়াই এ/ওআ