ন্যাভিগেশন মেনু

রুহিয়া রেলস্টেশনকে আধুনিকায়নের ঘোষণা রেলমন্ত্রীর


ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেল স্টেশনটি উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকায় এর ছাউনি নির্মাণ, ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা দিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে রুহিয়া রেলস্টেশনে যাত্রাবিরতিকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী এই ঘোষণা দেন।

রাত সাড়ে ৮টায় একতা এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেল স্টেশনে পৌছলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রেলমন্ত্রীকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। এ সময় রেলমন্ত্রী সুজন তার কেবিন থেকে ট্রেনের দরজায় এসে দাড়ালে রুহিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হয়।

উপস্থিত নেতৃবৃন্দ রুহিয়া রেলস্টেশনটি একটি ঐতিহ্যবাহী স্টেশন দাবি করে রেলমন্ত্রীকে জানান, দীর্ঘদিনেও এর উল্লেখ্যযোগ্য উন্নয়ন হয়নি। যাত্রীদের জন্য ছাউনি, ডবল প্লাটফর্ম, ফুটওভারব্রিজ নির্মাণ ছাড়াও যাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধি, কম্পিউটারাইজ টিকেট সরবরাহের দাবি জানান।

এ ছাড়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ও দোলনচাপা ট্রেন চালুর দাবি জানান।

এ সময় রেলমন্ত্রী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি ছাড়া সকল দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

পরে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের খোঁজ খবর নেন এবং তাকে সালাম জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. সাইফুল্লাহ, রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা, ২০নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, রুহিয়া প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী আপ ৭০৫ একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ে যান।

বিআইবি/এডিবি/