ন্যাভিগেশন মেনু

সিলেটে ৩ দিনের পরিবহন ধর্মঘট শুরু


টানা ৩ দিনের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত এ ধর্মঘট ডেকেছেন তারা।

এই ধর্মঘটে একাত্মতা পোষণ করেছে সিলেটের পরিবহন সংশ্লিস্ট অন্যান্য সংগঠনও। ফলে মঙ্গলবার থেকে তিনদিন সিলেট থেকে সব ধরণের দূরপাল্লার বাস চলাচলও বন্ধ থাকবে। এছাড়া আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ থাকবে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের নেতারা।

রাতে বৈঠক শেষে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, বৈঠক ফলপ্রসু হয়নি। তিনদিনের ধর্মঘট অব্যাহত থাকবে।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, পাথর কোয়ারিগুলো সচল করার দাবিতে আহুত ধর্মঘটে আমরাও একাত্মতা পোষণ করেছি। ফলে মঙ্গলবার থেকে সিলেটে যাত্রী ও পণ্যবাহী সব ধরণের পরিবহন বন্ধ থাকবে।

এছাড়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়ও এই ধর্মঘট চলবে বলে জানান নেতারা।

প্রসঙ্গত, পরিবেশ ধ্বংস ও ব্যাপক প্রাণহানির পর সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা সঙ্কটে পড়েছেন দাবি করে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ।

এডিবি/