ন্যাভিগেশন মেনু

রেলে ভারত থেকে এলো চালের প্রথম চালান


ভারত থেকে রেলপথে প্রথমবারের মতো দেশে এক হাজার ৮২৫ টন সেদ্ধ চাল এসেছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে ৩১টি ওয়াগনে চালগুলো দর্শনা স্থলবন্দর হয়ে সান্তাহারে পৌঁছায়। খালাসের পর চালগুলো সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে মজুদ করা হবে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, চাল নিয়ে মালবাহী ট্রেনটি সান্তাহারে পৌঁছালে নমুনা সংগ্রহ করেন খাদ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। আমদানি করা চালের আদ্রতা ও অন্যান্য গুণগত মান যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে খালাস করা হবে।

রেলপথে ২০ হাজার টন চাল সরবরাহের জন্য গত ২৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে একটি চুক্তি হয়। পর্যায়ক্রমে চালগুলো দেশে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

সিবি/এডিবি/