ন্যাভিগেশন মেনু

রোনালদো করোনা আক্রান্ত নন


আগামী ১৮ মার্চ মাঠে নামার কথা ছিলো পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্তাসের। পর্তুগিজ যুবরাজের জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়লে গুজব রটে রোনালদো করোনা-আক্রান্ত রোনালদো।

‘এটি নিশ্চিত যে এই ফুটবলার ও তার পরিবারের কেউই করোনা আক্রান্ত নন’- মাদেইরার স্বাস্থ্য সচিব পেদ্রো রামোসের এমন ঘোষণাতেও গুঞ্জন থামেনি। অবশেষে মাঠে নামতে হয়েছে খোদ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকার্কেকে।

তিনিই বলেছেন রোনালদো করোনা-আক্রান্ত নন, ‘তথ্যের গোপনীয়তা রক্ষার স্বার্থে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে আমি বলতে চাই গোটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। এই মুহূর্তে তাই আমি নিশ্চিত করে বলছি যে সংক্রমণের কোনও সম্ভাবনাই নেই।’

এদিকে রোনালদোর ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়-স্টাফ মিলিয়ে ১২১ জন স্বেচ্ছায় আলাদাভাবে থাকতে শুরু করেছেন।

রুগানির পর জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। ইতালির সব ক্রীড়া কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষিত  হয়েছে। আগামী মঙ্গলবার নির্ধারিত জুভেন্টাস-লিওঁ চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি তাই হচ্ছে না।

ওআ