ন্যাভিগেশন মেনু

রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে ভারত, ফের তোপ জাফরুল্লাহ’র


চিরাচরিত স্বভাব অনুযায়ী ফের ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন  খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবার তার আবিস্কার  রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে ভারত।

কেননা চিনের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল। এ চুক্তি বাস্তবায়ন হলে বেইজিংয়ের সাথে দূরত্ব অনেক কমে যেত। আমরা চুক্তি করেও শেষ মুহূর্তে ভারতের কারণে পিছিয়ে এসেছি।

আমাদের এত ভারতপ্রীতি কেন? ভারতের সাথে কীসের বন্ধুত্ব? তাকে (ভারত)আর কত দেব?’বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীসহ অন্যদের গ্রেফতার, হয়রানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা ও সমসাময়িক বিষয় ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ব্রাহ্মণ আর নমসুদ্রের মধ্যে ‘বাই লিটারেল’ হয় না। ভারত হচ্ছে একটা ব্রাহ্মণ নবাব, তারা অন্য কাউকে মানতে নারাজ। তারা মানতে পারে না যে, অন্য কেউ তাদের সমকক্ষ।’

তিনি আরও বলেন, তাদের আমরা ‘বাই লিটারেল ‘র কথা বলে রোহিঙ্গারা আজকে আমাদের ঘাড়ে এসে পৌঁছেছে। আজকে আবার কী ভুল করছি, তাদের ভাসানচরে দিচ্ছি…। এদের রিলোকেট (স্থানান্তরিত) করতে হলে সিলেটে আসাম বর্ডারে বসাতে হবে।     

অবশ্য বেশ কিছুদিন ধরেই ভারতের বিরুদ্ধে তোপ দাগার জন্য বাংলাদেশে বেশ নাম কামিয়েছেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জাফরুল্লাহ চৌধুরি। ভারত বিরোধী শক্তিগুলির প্রশংসা কুড়োনোর জন্য সোজাসুজি প্রণব মুখ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে কেন রাষ্ট্রীয় শোক পালন করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তীব্র আক্রমণও করেন। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য আওয়ামি লিগের প্রবল সমালোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ভারতে কখনও রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি।

আর কতটা পা চাটবেন? আমি বারে বারে বলেছি দেশের বিভিন্ন সমস্যা ভারতের সৃষ্টি। কোনও না কোনও সময় তো পরিবর্তন হবে, তখন আপনাদের ভুল শাসনের দুঃশাসনের বিচার হলে আপনাদের কত বছরের সাজা হবে?

এরপরই বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভারতীয়দের সাহায্য নিয়ে বিএনপি (BNP) কখনও ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ক্ষমতায় আসবে জনগণের সমর্থন নিয়ে। কক্সবাজারের টেকনাফে মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মহম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘সিনহা হত্যাকাণ্ড কি ওসি প্রদীপের ঘটনা?

 না এর সঙ্গেও মোসাদ যুক্ত আছে? এই হত্যাকাণ্ডে ভারত ও ইজরাইলের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে।

এস এস