ন্যাভিগেশন মেনু

ঠাকুরগাঁওয়ে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৪১ জনের জরিমানা


করোনার সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ায় এবং দোকানপাট খোলা রাখায় ৪১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলাসহ রুহিয়া বাজার, কালিতলা বাজার, উত্তরা বাজার ও পাটিয়াডঙ্গী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরা ছিলেন।

লকডাউনের দ্বিতীয় দিনে নির্দেশনা অমান্য করে ছেলেমেয়ের বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ১০ হাজার  টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইভাবে কিছু পথচারী অযথা বাইরে বের হওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে সমন্বয় করছেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা বিধিনিষেধ অমান্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন।

বিআইবি/এসএ/এডিবি/