ন্যাভিগেশন মেনু

লক্ষীপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে চিকিৎসকদের কর্মশালা


লক্ষীপুরে শিশুদের হাম, রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে চিকিৎসকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ও বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কনসালটেন্ট ডা. আক্তার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম নিজাম উদ্দিন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থানীয় প্রতিনিধি ডা. মালিহা পারভীন।

কর্মশালায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার, রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ রায়হানসহ জেলার পাঁচটি উপজেলায় কর্মরত অন্যান্য চিকিৎসকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি’ ২০২১ পর্যন্ত দেশব্যাপী নয় মাস থেকে ১০ বছর বয়সি সকল শিশুকে জীবনরক্ষাকারী হাম রুবেলা টিকা দেওয়া হবে।

উক্ত বয়সের কোনো শিশু এ টিকা থেকে যেনো বাদ না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএম/ ওয়াই এ/এডিবি