ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুজো অবধি বৃষ্টির পূর্বাভাস


যে পূর্বাভাস ছিল,  আর সেটাই সত্যি হল। দুর্গাপুজোটা ভক্তদের উৎসাহে কাটা হয়ে হাজির হলো বৃষ্টি। পুজো শুরুর সপ্তাহখানেক আগে থেকেই বৃষ্টি হচ্ছে।

ষষ্ঠি, সপ্তমী, অষ্টমীর মতো মহানবমীর দিনও সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্নস্থানে বৃষ্টি নামল। অঞ্জলী দিতে বা যারা পুজো দেখতে বেড়িয়েছিলেন ভেজার সঙ্গে জল-কাদায় মাখামাখি হলেন। বৃষ্টিতে ভিজেই দেবী দর্শণ করছেন ভক্তরা।

শুধু নবমীতেই নয়- আগামীকাল মঙ্গলবার দশমীতেও ছাড় নেই। দশমীর সকাল তো বটেই, এমনকী বৃষ্টি হতে পারে লক্ষ্মীপুজোতেও।  

 মহানমীর অঞ্জলির মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে রাজধানী ঢাকায়। সকাল থেকে রোদের দেখা না মিললেও বৃষ্টি ছিল না। কিন্তু ১১টা বাজতেই শুরু হয় গোটা বৃষ্টি। পুজোর আনন্দে জল ঢালতে ষষ্ঠী থেকেই অবশ্য ছিল বৃষ্টির চোখরাঙানি।

নিম্নচাপের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুও। যার জেরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি ঘটাচ্ছে বিভিন্ন এলাকায়। অর্থাৎ পুজোয় বৃষ্টির মূল কারিগর মৌসুমী বায়ু এখনই বিদায় নিচ্ছে না।

পাশাপাশি সাগরে উচ্চচাপ বলয়ের অবস্থানের জেরে দখিনা বাতাসের আনাগোনা বেড়ে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হচ্ছে। তার উপর নতুন করে নিম্নচাপ অক্ষরেখা দানা বাঁধায়, নবমীর সঙ্গে দশমীর দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

আশার বাণী একটাই- আপাতত বড়সড় কোনও নিম্নচাপ হওয়ার ইঙ্গিত এখনও নেই। যেহেতু বর্ষার সময়কালের মধ্যে এ বছর পুজো পড়েছে, তাই বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।

তার উপরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। বর্ষা বিদায়ের একদম গায়ে গায়েই এবছর পুজোর নির্ঘণ্ট। তবে এখনই বিদায় নিচ্ছে না মৌসুমী বায়ু। অর্থাৎ, দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজোও এবার খাতায় কলমে বর্ষার মধ্যেই।

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost

এস এস