ন্যাভিগেশন মেনু

লিপ ডে-তে ডুডল নিয়ে হাজির গুগল


চার বছর  পর আবার এলো লিপ ইয়ার। বাংলায় যেটাকে বলে অধিবর্ষ। অতিরিক্ত একটা দিন যোগ হলো ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ ২০২০-এর ফেব্রুয়ারি ২৮ নয় ২৯ দিনের।

বিশেষ দিনে গুগল ডুডল বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় আজও বিশেষ ডুডল প্রকাশ করলো গুগল।

এ লিপ ডে উপলক্ষে সুন্দর একটি ডুডল নিয়ে আসল সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ইংরেজিতে গুগল বানান দিয়েই ডুডলটি বানানো হয়েছে। যেখানে ফেব্রুয়ারি ২৮ দিনের মাস হলেও এবার যে ২৯ দিনের তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ডুডলে দেখা যায়, ইংরেজিতে google লেখার ক্ষেত্রে মাঝখানের O-তে বড় করে 29 লেখা হয়েছে। যেখানে ২৮ দিন ও এ বছর একদিন বেশি এটিও উল্লেখ রয়েছে। সবুজ, হলুদ ও গোলাপি রঙে এটি বানানো হয়েছে।

ওআ/এডিবি