ন্যাভিগেশন মেনু

শনিবার থেকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে


করোনা ক্রান্তিকালে শনিবার (০৯ মে) থেকে সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (০৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে মজুদ রয়েছে তাতে আগামী চার মাস কোনো সংকট হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনায় দেশের চলমান পরিস্থিতিতে ৫০০টি স্থানে ট্রাকে ও ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। এই পণ্য বিক্রিতে কোথাও যেন কোন অনিয়ম না হয়, সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়েও টিসিবির পণ্য বিক্রি হবে। জীবনের ঝুঁকি নিয়ে তারা এই দূর্যোগের সময় কাজ করছে। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ছুটি বাতিল হয়েছে, ২৪ ঘণ্টা কেউ না কেউ তদারকির জন্য থাকছে।’

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধেই এই দূর্যোগকালীন সময়ে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ তাদের পণ্যের দাম কমিয়েছে। আর তাই এই প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

ওয়াই এ/ এডিবি