ন্যাভিগেশন মেনু

রবি শাস্ত্রীর পদত্যাগ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়


নিজেদের টেস্ট ইতিহাসে ভারত সবচেয়ে কম রানে অলআউট হওয়ায় কোচ রবি শাস্ত্রীর পদত্যাগ চেয়ে টুইটারে ঝড় তলেছে ভারতীয় ক্রিকেটভক্তরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৬ রানে অল আউট, এশিয়ান জায়ান্ট ভারত ডুবেছে অস্ট্রেলিয়ার বোলিংয়ের ধারে। যেখানে ২০০৪ সালে সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেটের খরচায় ৯১৬ রান তোলার রেকের্ডও আছে তাদের। সেখানে এমন হার ভারতে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে।

১৯৪৭ থেকে ২০২০, মোট ৯৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতে ২৮টি জয় রযেছে। টেস্ট র্যাংকিংয়ে তাদের অবস্থান তিন। সাদা পোষাকের প্লেয়ার র্যাংকিংয়ে তাদের অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন দুই নম্বরে।

কিন্তু অ্যাডিলেইডে ডে-নাইট টেস্ট শেষ তিন দিনে। বিরাট কোহলিদের হার ৮ উইকেটে। দ্বিতীয় ইনিংসে নিজেদের সর্বনিম্ন স্কোর ৩৬।

এরপরই ভারতীয় ক্রিকেটের এমন লজ্জার লো স্কোরিংয়ের ইতিহাস খুড়ে তুলে আনতে শুরু করে দেশটির গনমাধ্যম।

এ নিয়েই ট্যুইটারে বইছে সমালোচনার ঝড়। ভারতীয় ক্রিকেটফ্যানদের বিষোদগারে ক্ষতবিক্ষত কোচ রবিশাস্ত্রী। তার জায়গায় রাহুল দ্রাবিড়কেও দেখতে চাইছেন অনেকে।

এছাড়া, ভারতীয় ক্রিকেট দলকে ধুকতে থাকা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে তুলনা করতে দেখা গেছে ফ্যানদের।

টেস্টে ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের ইনিংসের রেকর্ড ছেপেছে আইসিসিও, সেখানে ভারতের অবস্থান ৭ নম্বরে।

সিবি/এডিবি