ন্যাভিগেশন মেনু

শাড়ি পেয়ে আনন্দে কাঁদলেন বয়োবৃদ্ধ রিজিয়া


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারিদহ গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন হিড বাংলাদেশ’র পক্ষ থেকে শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামি।

সংগঠনটির ছোট্ট অফিসঘরে ঈদ সামগ্রী বিতরণকালে ভিন্নচিত্র ফুটে উঠলো বয়স্ক এক নারী ও পুরুষের চোখেমুখে। দরিদ্র মানুষ, অভাবের সংসারে বিনামূল্যে কাপড় পেয়ে খুশিতে হ্উমাউ করে কেঁদে ফেললেন রিজিয়িা।

উপজেলার চাঁদপুর গ্রামের রিজিয়া খাতুন জানালেন, অভাবের সংসারে ছেড়া কাপড় পরে ইজ্জৎ বাঁচিয়ে চলেছেন কোনভাবে। তার কাছে নতুন কাপড় স্বপ্ন আর বিলাসিতা ছাড়া কিছু না। সেই মুহুর্তে তার এলাকার সংগঠন হিড তার মত অসহায় সম্বলহীন বৃদ্ধাকে এক টুকরো কাপড় দিয়ে সম্মান বাঁচিয়েছেন। ওরা যেন ভালো থাকে, মানুষের পাশে থাকে।

একই সুরে কথা বললেন ওই গ্রামের সত্তরোর্ধ শওকত মন্ডলও। কান্নাভেজা কন্ঠে তিনি জানালেন, সংগঠনটি তার এলাকার হতদরিদ্র ও কৃষক নিয়ে কাজ করলেও সেইসব মানুষের সুখে-দুখে পাশে থাকে। অসুখ-বিসুখে সাহায্যের হাত বাড়ায়।

হিড বাংলাদেশ নির্বাহী কমিটির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জানালেন, স্থানীয় এ সংস্থাটি তাদের সীমিত সাধ্যের মধ্যে কিছু মানবিক কর্মকান্ড সম্পাদন করে যার মধ্যে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা, তাদের সন্তানদের শিক্ষার জন্য সহযোগিতা ও বিপন্ন মানুষের জন্য জরুরি খাদ্য সহায়দা প্রদান। সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বিভাগ তাদের এসব কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানালেন জিল্লুর রহমান।