ন্যাভিগেশন মেনু

শিক্ষাকে গতিশীল করতে স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়ন দাবী


বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ –এ সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা আজ চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা ও আর্থিক সক্ষমতা থাকা সত্বেও করোনায় উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

এর থেকে রেহাই পায়নি  বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও প্রায় ১৫ মাস যাবত দেশের সকর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যে কারণে ছাত্র-শিক্ষকদের শ্রেণি কক্ষের বাইরে অবস্থান করতে হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে  স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু।

এছাড়া বক্তারা   বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ কারণে বিপর্যস্ত শিক্ষাকে গতিশীল করতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবী জানান।

এস এস