ন্যাভিগেশন মেনু

শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি ঘুরতে যাওয়ার জন্য নয়


স্কুল ছুটি মানেই শিশুদের নিয়ে নানা পরিকল্পনা। স্কুল ছুটি পেলেই অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। লম্বা ছুটি পেলে সেই সুযোগ অনেকেই কাজে লাগাতে চান আরও বেশি করে।

ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য চাহিদামাফিক ভ্রমণের আয়োজন করে থাকেন। পরিকল্পনা করা হয় দাদা বাড়ি-নানা বাড়ি বেড়াতে যাওয়ার।

তবে সময়টা এখন করোনার, করোনায় আক্রান্তের শঙ্কায় রয়েছে বিশ্বের কয়েশ' কোটি মানুষ। মনে রাখবেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা তার হাঁচি-কাশিতেই ছড়িয়ে পড়ে করোনা।

এই সময়ে সাধারণ ছুটি ভেবে সবাই মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে বিরত থাকুন। এই ছুটি হয়েছে বাইরে বেরহতে না দেওয়ার জন্য।

করোনা থেকে নিজের পরিবার ও শিশুর নিরাপত্তার জন্য-

# তাই খুব প্রয়োজন ছাড়া শিশুকে নিয়ে বাইরে না গিয়ে বাড়িতে থাকুন। বিশ্রাম নিন।

# শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের বেশি লোকের জমায়েত থেকে দূরে রাখুন।

# করোনাভাইরাস বাতাসে কয়েকঘণ্টা সক্রিয় থাকে। অনেক পরেও ওই ভাইরাস শরীরে সংক্রামিত হতে পারে।

#  টাটকা ফল, মধু, মুরগি, লিভার, ডিমের কুসুম, শস্য জাতীয় খাবার ও ইলিশ মাছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এগুলো শিশুদের নিয়মিত খেতে দিন।

# ঘরে থাকলেও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করান।

সিবি/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন।